আফগানিস্তানে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তবে আগের মতো এবারও মেয়েদের শিক্ষা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।
তালেবান সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আঘা কাবুলে শিক্ষাবর্ষ উদ্বোধন অনুষ্ঠানে জানিয়েছেন, স্কুলের সিলেবাস পুনরায় পরীক্ষা করা হবে এবং ইসলাম ও আফগান সংস্কৃতি বিরোধী বিষয়গুলো বাদ দেওয়া হবে।

তিনি আরও বলেন, নতুন কারিকুলাম ধর্মীয় শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি হবে। তার মতে, কারিকুলামে ইসলাম ও আফগান সংস্কৃতি বিরোধী বিষয়গুলো বাদ দেওয়া হবে, তা কেউ মানুক বা না মানুক।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ গতকাল শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তোলো নিউজ জানিয়েছে, ১৪০৪ সৌরবর্ষের শিক্ষাবর্ষ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে মেয়েদের শিক্ষার ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হবে কিনা, তা স্পষ্ট করা হয়নি।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর মেয়েদের শিক্ষা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ করা হয়, যদিও মাদরাসায় তারা উচ্চশিক্ষা নিতে পারে।
এনএ/