17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

আবর্জনার দুর্গন্ধে বিপাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের রোগীরা

দীর্ঘদিন পরিস্কার না করায়, ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ঠাকুরগাঁও সদর হাসপাতাল। ভবনের পেছনের আবর্জনা অপসারণ না করায়, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো হাসপাতাল জুড়ে। দূষিত হচ্ছে পরিবেশ। বিপাকে রোগী ও স্বজনরা। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। জাকির হোসেনের রিপোর্ট।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের পুরাতন ভবন এটি। পাশেই জমেছে ময়লার স্তূপ। এ ভবনে আছে শিশু ওয়ার্ড, মেডিসিন-ইনফেকশন আর গাইনী ওয়ার্ড। যেখানে প্রতিনিয়িত চিকিৎসা নিতে আসেন রোগীরা।

তবে সঠিক সেবা পেলেও, জমে থাকা ময়লা আর্বজনার দুর্গন্ধে অতিষ্ঠ সেবা প্রত্যাশীরা।

প্রতিদিন ময়লা অপসারণের কথা থাকলেও, এক মাসেরও বেশি সময় ধরে জমে আছে এসব আর্বজনা। ফলে বেড়েছে মশার উপদ্রব। পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর।

দ্রুত সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।

শুধু আশ্বাস নয়, দ্রুত ময়লা-আবর্জনা সরানোর দাবি রোগী ও স্বজনদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন