১৬/০৬/২০২৫, ১৩:০৭ অপরাহ্ণ
32 C
Dhaka
১৬/০৬/২০২৫, ১৩:০৭ অপরাহ্ণ

আবারও বাফুফেকে জরিমানা করল ফিফা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আবার ফিফার জরিমানার শিকার হয়েছে। সাম্প্রতিক সময়ে বাফুফের একাধিক কর্মকর্তা ফিফার নিষেধাজ্ঞা, জরিমানার শিকার হয়েছেন। আর এবার খোদ বাফুফেকে জরিমানা গুণতে হচ্ছে।

গত ৬ জুন বিশ্বকাপ বাছাইপর্বে কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দর্শক ঢুকে যায় মাঠে। এ কারণে বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশের মুদ্রায় জরিমানার অঙ্কটা প্রায় ২০ লাখ ২৭ টাকা।

এর আগে বাফুফেকে সর্বশেষ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। গত অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে ওই জরিমানা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন