39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

আবার ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আবার ছাত্র সংগঠনগুলোর সঙ্গে দ্বিতীয় বারের মতো বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে৷

বুধবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

বার্তায় তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর ‌’জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন শেষে ধারাবাহিক আলোচনা হিসেবে বাংলামোটর, রূপায়ন টাওয়ারে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।

বার্তায় তারা আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ছাত্রসংগঠনের ঐকমত্যে জাতীয় সংকট রূখে দিতে বদ্ধপরিকর।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর সব ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এই বৈঠকে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনে এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

এনএ/

আরও পড়ুন: আবারও বিপাকে ভারতের আদানি গ্রুপ

দেখুন: নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন