০৮/০৭/২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ

আবার বাবা হলেন নেইমার

ক্লাব সান্তোসের কোনো খেলা না থাকায় আপাতত হাতে অফুরন্ত সময় নেইমারের। মাঠের বাইরে সময়টা অবশ্য খারাপ কাটছে না তার। ছুটির সময়ে আনন্দের বন্যা নিয়ে নেইমারের পরিবারে এসেছে নতুন অতিথি। ফের বাবা হলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি দ্বিতীয়বারের মতো মা হলেন। সদ্য জন্ম নেয়া মেয়ে শিশুটির নাম রাখা হয়েছে মেল। বিয়ানকার্দির এটি দ্বিতীয় সন্তান হলেও নেইমার চতুর্থবারের মতো বাবা হলেন।

২০১১ সালে প্রথমবারের মতো বাবা হন নেইমার। এই ব্রাজিলিয়ানের তৎকালীন প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের গর্ভে জন্ম হয় বড় ছেলে দাভি লুকার। নেইমার-বিয়ানকার্দির ঘরে ২০২৩ সালে জন্ম নিয়েছে কন্যা ম্যাভি। এর নয় মাসের মাথায় আরেকটি কন্যা সন্তানের বাবা হন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। হেলেনা নামের সেই শিশুটির মা আমান্দা কিম্বার্লি।

নেইমার পরিবারে জনসংখায় ফের বাড়লো। গত শনিবার (৫ জুলাই) ভোরের দিকে মেল প্রথমবার পৃথিবীর দিকে চোখ মেলে তাকায়। বিয়ানকার্দি ও নেইমার সদ্যজাত সেই শিশুর সঙ্গে হাস্যজ্জ্বল ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সুসংবাদ দিয়েছেন।

বিয়ানকার্দি লিখেছেন, ‘আমাদেরকে পরিপূর্ণতা দিতে ও আমাদের জীবন আরও মধুময় করে তুলতে মেল এসে গেছে। স্বাগতম, কন্যা! ইশ্বর তোমার মঙ্গল করুন এবং তোমাকেও সব ধরণের মন্দ থেকে রক্ষা করুন। আমরা আমাদের জীবনের নতুন অধ্যায়টা তোমার সঙ্গে কাটাতে মুখিয়ে আছি। আমরা তোমাকে ভালোবাসি।’

নেইমারের ফের বাবা হওয়ার খবর জেনে ভক্ত সমর্থকরা দারুণ খুশি। প্রিয় তারকাকে শুভকামনা জানিয়ে অনেকেই বিয়ানকার্দির সেই পোস্টে মন্তব্য করছেন। সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত নতুন চুক্তি করার পর মাঠে নামতে মুখিয়ে আছেন নেইমার। আগামী ১৭ জুলাই ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তারকার।

পড়ুন : ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন