ছাত্র-জনতার বিপ্লব নস্যাৎ করতে দেশি-বিদেশি চক্র সক্রিয় আছে। অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
রংপুরের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, জনগণের ওপর চালানো নির্যাতন বাংলাদেশকে একটি ধ্বংস স্তূপে পরিণত করেছে,জনগনের বিজয় তারই ফলশ্রুতি।
এদিকে, নীলফামারীর সৈয়দপুর জেলা বিএনপির কার্যলয়ে এক কর্মীসভায় তিনি বলেন, দলকে শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে।
পরে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, বিপ্লব ও স্বাধীনতাকে নস্যাৎ করতে পরিকল্পিত ভাবে সংখ্যালঘু নির্যাতনের কাহিনি প্রচার করা হয়েছে।