হিজ থ্রি ডটার্স – ছোটবেলায় বিচ্ছিন্ন তিন বোনের গল্প। বহু বছর পর তিন বোনের আবার মিলন হয় তাদের হারিয়ে যাওয়া শৈশবের বাড়িটিতেই।
কিন্তু হায়! বাবা যে তখন মৃত্যুশয্যায়! বিভিন্ন ঘটনা আর বৈরি সময় যেন তিন বোনের দুঃখ-কষ্ট শেষ হতে দিতে চায়না।
শেষমেশ কি হবে? হিজ থ্রি ডটার্স সিনেমার গল্পটা অনেকটা এরকম।
সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালক আযাযেল জ্যাকবস। পারিবারিক সম্পর্কগুলোর দ্বন্দ্ব আর টানাপোড়েনের সাসপেন্স ও আবেগের এক চমৎকার সমন্বয় ফুটে উঠেছে মুভিটিতে।
তিন বোনকে নিয়েই ছবির মূল কাহিনী। কেইটি চরিত্রে আছেন অভেনেত্রী ক্যারী কুন, র্যাশেল চরিত্রে অভিনেত্রী নাতাশা লিওনি এবং ক্রিস্টিনা চরিত্রে অভিনয় করেছেন এলিজাবেথ অলসেন।
আবেগ, ঘনিষ্টতা ও বোনদের মধ্যকার অজানা সম্পর্কের বিষয়গুলোর একটি দারূণ গবেষণা বলতেই হয়।
পরিচালনা, সংলাপ, চিত্রনাট্য, সংগীত আর অভিনয় সবকিছুতেই বিশেষজ্ঞরা হিজ থ্রি ডটার্স-কে ৫ এর মধ্যে ৪ দিয়েছেন। হিজ থ্রি ডটার্স মুভিটি নেটফ্লিক্সে ২০ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং হচ্ছে।