26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

একজন মায়ের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়েও বেশি: জামায়াত

একজন মায়ের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) নোয়াখালীর সুবর্ণচরে এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক ভয়াবহ ঘটনা ঘটলেও এত ন্যক্কারজনক ঘটনার পরও মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। আমাদের মা ও বোনদের সামান্যতম অপমানও আমাদের জন্য অসহনীয়।’

নোয়াখালীর সুবর্ণচরে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের রাতে সংঘটিত ধর্ষণের শিকার নারীর বাড়িতে প্রথমবারের মতো উপস্থিত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

আজ সন্ধ্যায় তিনি সুবর্ণচর উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের মধ্য চরবাগ্গা গ্রামে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান।

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর সংঘটিত এই বর্বরোচিত ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছিল। পরে ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালত মামলার রায়ে ১০ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিলেও এখন পর্যন্ত আইনি জটিলতার কারণে রায় কার্যকর হয়নি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন সে বেপরোয়া হয়ে ওঠে। যারা আল্লাহকে ভয় করে, তারা কোনো অন্যায় করতে পারে না। আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এখন আমাদের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার লড়াই শুরু করতে হবে।’

জামায়াতের আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে অন্যায়-অবিচার থাকবে না। সেই বাংলাদেশ গঠনের জন্য জামায়াত ইসলামীর আপসহীন সংগ্রাম অব্যাহত থাকবে।’

এনএ/

দেখুন: আমাদের নেতৃত্ব আমাদের সামনে চলে এসেছে: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন