ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান নব্বইয়ের দশকে বাংলা সিনেমায় অভিষেক করেন এবং দীর্ঘ ক্যারিয়ারে তিনি অ্যাকশন ও রোমান্টিক হিরো হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে সফল ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘হৃদয় আমার’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হীরা চুনি পান্না’, এবং ‘হৃদয়ের বন্ধন’। তবে, কিছুদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে আছেন এবং বর্তমানে টেলিভিশন নাটক ও কর্পোরেট সেক্টরে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এদিকে, আমিন খান তার ১০ বছর বয়সী ছেলে ঈশানকে নিয়ে পর্দায় ফিরছেন।
সম্প্রতি বাবা-ছেলের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন তিনি। বিজ্ঞাপনচিত্রটিতে দেখা যাবে বাবা-ছেলের মধ্যে ১০ লাখ টাকা নিয়ে খুনসুটি। বিজ্ঞাপনটির চিত্র ধারণ করা হয়েছে ঢাকার কাছের শীতলক্ষ্যা নদীর তীরে একটি রিসোর্টে, যেখানে মনোরম প্রাকৃতিক দৃশ্য রয়েছে। এই বিজ্ঞাপনটি শিগগিরই দেশের সকল টিভি চ্যানেলে প্রচার হবে এবং বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মেও দেখা যাবে।

এছাড়া, ঈশান তার বাবার পথেই হাঁটছে এবং এর আগেও একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিল। তার অভিনয় প্রশংসিত হয়েছে এবং বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আমিন খান তার নতুন বিজ্ঞাপনটি নিয়ে আশাবাদী, এবং আশা করছেন আগের মতোই দর্শকরা তাদের গ্রহণ করবেন।

প্রসঙ্গত, আমিন খান বর্তমানে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সম্প্রতি তিনি মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২-এ ১০ লাখ টাকা পুরস্কারের বিজ্ঞাপনচিত্রে অংশ নেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারবেন।
পড়ুনঃ ফেব্রুয়ারিতেই ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা হবে: আল আমিন
দেখুনঃ এবার মাঠ মাতাতে হাত মেলালেন শাকিব ও আমিন খান |
ইম/