মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান এখনও দাপিয়ে বেড়াচ্ছেন হিন্দি সিনেমার জগতে।
এদিকে প্রকাশ পেয়েছে আমিরের নতুন ছবি ‘সিতারে জামিন পার’র ট্রেলার। যদিও সিনেমাটি নিয়ে এখন বয়কটের মুখে আমির।
এমন আবহের মাঝে এবার চুরির দায়ে পড়ল আমিরের ওপর। সামাজিক মাধ্যমে নেটিজেনদের দাবি, এখন সিনেমার দৃশ্য চুরি করা শুরু করেছেন তিনি।
গত মঙ্গলবার প্রকাশ হয় আমিরের পরবর্তী ছবির ঝলক। আর তা দেখেই শুরু হয়েছে সমালোচনা।
পড়ুন: আমাদের কেউ মনে রাখবে না : আমির খান
দেখুন: সত্যিই কি আমির খান আবার বিয়ে করছেন?
এস