কোটা আন্দোলনের পক্ষে ছিলেন, আদালতে তোলার পর, এমন দাবি করেছেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তিনি দাবি করেছেন, সালমান এফ রহমানও আন্দোলনের পক্ষে ছিলেন।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তাদের সকালে আদালতে তোলা হয়। সেখানে এসব কথা বলেন আনিসুল হক।
মামলাটিতে তাদের তৃতীয় দফায় আরও ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। এর আগে পৃথক ৩ মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হককে নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের আরও ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।