26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

আমি জেন জেডদের ওপর নির্ভর করছি: কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, আমি জেন জেড ভোটারদের ওপর নির্ভর করছি। কারণ তোমরা পরিবর্তনের ক্ষেত্রে ধৈর্য ধর না।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। একটি ক্যাম্পেইনে কমলা হ্যারিস সরাসরি জেন জেড ভোটারদের উদ্দেশে কথা বলেছেন। জেন জেড মূলত তাদেরকে বলা হয় যাদের জন্ম ১৯৯০-এর দশকের শেষের দিকে ও ২০১০-এর প্রথম দিকে। খরব আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিস বলেছেন, ‘আমি কিছু কথা বলতে চাই, বিশেষ করে এখানে ও আমেরিকাজুড়ে সব তরুণ নেতাদের সঙ্গে। আমাদের এখানে জেন জেড থেকে কেউ আছে?’

এই ডেমোক্র্যাট প্রার্থী বলেন, ‘আমি তোমাদের ওপর নির্ভর করছি। কারণ, আমি তোমাদের সম্পর্কে যে জিনিসটি পছন্দ করি তা হলো পরিবর্তনের ক্ষেত্রে ধৈর্য না ধরা। আমি তোমাদের দেখছি ও তোমাদের পাওয়ার দেখছি।’

এরপর তিনি তার বক্তব্য শেষ করে বলেন, ‘তোমরা কি তোমাদের কণ্ঠস্বর শোনাতে প্রস্তুত?’

নির্বাচনী প্রচারণা করার ক্ষেত্রে তরুণ ভোটারদের বেশ গুরুত্ব দিচ্ছেন কমলা হ্যারিসের টিম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ভোটররা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন