26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
spot_imgspot_img

আমি ভোটে দাঁড়াব এবং জয়ীও হবো: জো বাইডেন

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের দৌড় থেকে সরে যেতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর এক রকম চাপ ছিল। তবে যুক্তরাষ্ট্র নির্বাচনে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিলেন বাইডেন।

তিনি বলেছেন, ‘আমিই মনোনীত প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না। আমি ভোটে দাঁড়াব এবং জয়ীও হবো।’

এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ডেট্রয়েটে দেওয়া এক বক্তব্যে ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করেন বাইডেন।

জো বাইডেন বলেন, ‘আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ না। প্রেস নয়, পন্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারা নয়। আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়, আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। আমি নির্বাচনে থাকছি আর এতে আমিই জিতবো।’

এছাড়াও, তিনি ডোনাল্ড ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলেও আখ্যায়িত করেন। ট্রাম্প দেউলিয়া হওয়ার জন্য ৬ বার ফাইল করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

রয়টার্স জানিয়েছে, বাইডেনকে যদি সরে দাঁড়াতে হয়, অর্থাৎ যে কোনো উপায়েই যদি তিনি ভোটে লড়ার যোগ্য বলে বিবেচিত না হন, তখন তার উত্তরসূরী হিসেবে ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমলা হ্যারিস।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন