20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

আমু গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দ মিছিল করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আইনজীবী ও বিএনপি নেতাকর্মীরা আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। তারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

আনন্দ মিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমির হোসেন আমু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ অত্যাচার চালিয়েছেন। অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমুর ঝালকাঠির বাসা থেকে ৫ আগষ্ট রাতে যৌথবাহিনী পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে। বিএনপি নেতারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রবিউল হোসেন তুহিন ও শ্রমিক দলের আহবায়ক টিপু সুলতানসহ আরো অনেকে।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন