32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, যেসব চিত্র দেখা গেল

আয়নাঘর পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে দেশি-বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি।

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা:

আয়নাঘর পরিদর্শনের সময় ড. ইউনূসের সঙ্গে আরও ছিলেন- আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ‘বিশেষ’ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান ‘আয়নাঘর’ নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা।

আয়নাঘরের কয়েকেটি ছবি:
দেয়ালে লেখা সাংকেতিক চিহ্ন দেখছেন প্রধান উপদেষ্টা
আয়নাঘরের মধ্যে গোপন বন্দিশালা দেখছেন প্রধান উপদেষ্টা
আয়নাঘরে ইলেকট্রিক শক দেয়ার চেয়ার দেখলেন পরিদর্শনকারীরা। ‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেক্ট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার।
আয়নাঘরে টর্চার সেল দেখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ভুক্তভোগী প্রধান উপদেষ্টাকে বলছেন, তার মাকে এখানে আটকে রাখা হয়েছিল, যখন তার বয়স ১১ বছর ছিল
আয়নাঘরে বন্দিশালা
আয়নাঘরের দেয়াল

এনএ/

দেখুন: এবার খুলবে আয়নাঘরের জট? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন