আয়রনমুক্ত পানিতে প্রশান্তি বাড়লেও, বিদ্যুৎ বিল নিয়ে বেড়েছে জটিলতা মিটার না থাকায় সাবমার্সিবল এসব পাম্পের বিদ্যুত বিল নিয়ে বিপাকে গ্রামবাসী। কে কতটুকু পানি ব্যাবহার করছেন, থাকছে না তার কোন হিসাবও।
দেশজুড়ে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায়, এডিপির অর্থায়নে প্রায় ১৩৯ কোটি টাকা ব্যায়ে, জামালপুরের বিভিন্ন উপজেলায় বসানো হয়েছে গভীর সাবমার্সিবল পাম্প। যেখান থেকে আয়রণমুক্ত সুপেয় পানি পাচ্ছেন স্থানীয়রা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায়, জেলার বিভিন্ন উপজেলাতে বসানো হয়েছে সাড়ে ৮শ সাবমার্সিবল পাম্প। প্রকল্পের দ্বিতীয় পর্বের কাজ চলমান থাকলেও, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে প্রথম পর্বের কাজ শেষে, সুবিধাভোগীদের কাছে নলকূপ হস্তান্তর করেছে।
এসব পাম্পে বৈদ্যুতিক মিটারের মাধ্যমে পানি তোলা হচ্ছে। যার খরচ সমহারে পরিশোধ করছেন সুবিধাভোগীরা। তবে এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সংকট কাটিয়ে দ্রুত শতভাগ বাস্তবায়িত হবে প্রকল্প, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
এনএ/