এমন একটা সময় ছিল যখন খুব কম নারীই উদ্যোক্তা হওয়ার সাহস করতো। কিন্তু এখন যুগ পরিবর্তন হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে নারীরা স্বাবলম্বী, উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হচ্ছেন। পাশাপাশি পরিবারের দায়িত্বও নিচ্ছেন। সেইসাথে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নারী উদ্যোক্তা মেলা।
পরিবারের হাল ধরতে নানা প্রতিকূলতার মাঝে অনলাইন ভিত্তিক নানান প্রজাতির পণ্য সামগ্রী বিক্রি করতে উদ্যোগ নেন নারীরা। এসব পণ্য গুলো সাপ্তাহিক মেলা সহ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও পেজে বিক্রি করেন তারা। নরসিংদীতেও নারী উদ্যোক্তাদের এই মেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
প্রায় শতাধিক নারী উদ্যোক্তাদের হাতের তৈরী কেক, পুডিং, পিঠা পুলি, আচার, ফুচকা, চটপটি, থ্রী পিস, বুটিক, শাড়ি কাপড় ও কসমেটিক সহ বহু জাতের পণ্যে সাজিয়ে আয়োজন করা হয় উদ্যোক্তা মেলা। মাধবদী নারী উদ্যোক্তাদের আয়োজনের মেলা হয়ে উঠে নারীদের মিলন মেলা।
কেউ শখের বসে, আবার কেউ নিজের পরিবারের হাল ধরতে হয়ে উঠেছেন নারী উদ্যোক্তা। তাদের পণ্যসামগ্রী প্রচার ও বিক্রির পরিধি বাড়ানোর জন্য আয়োজন করা হয় নারী উদ্যোক্তাদের মেলা। এ মেলায় শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিদর্শন ও কেনাকাটা করতে আসেন।
মাধবদীতে নারী উদ্যোক্তাদের মেলা পরিচালায় মূখ্য ভুমিকা রেখে চলছেন, আন্তর্জাতিক প্রশিক্ষিত ও পুরস্কার প্রাপ্ত শেফ ফারজানা তাবাসসুম শাম্মী সহ স্থানীয় নারী উদ্যোক্তারা। এখানে প্রতিটি মেলায় সর্বেোচ্চ বিক্রিতাকে দেয়া হয় পুরস্কার ও বিশেষ সম্মাননা। মেলায় থাকে বিশেষ ব্যক্তিদের উপস্থিতি।
করোনার প্রকোপেও অনেক নারী নিজের পরিবার এবং ঘরের কাজ সামলে বর্তমানে অনলাইনে বিভিন্ন পণ্য কেনাবেচা করে পুরুষদের পাশাপাশি সংসারে ভূমিকা রাখছেন। তাদের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যেই মাধবদী নারী উদ্যোক্তা মেলা কমিটির পক্ষে থেকে এই আয়োজন করা হয়।
নারী উদ্যোক্তাদের মেলায় প্রতিবারই থাকে বিশেষ আয়োজন, এবার বিচার বিশ্লেষন এর জন্য এ মেলায় অংশ নেন বাংলাদেশের আন্তর্জাতিকমানের প্রশিক্ষকসহ জেলা উপজেলার নারী উদ্যোক্তারা।
নরসিংদীতে মাধবদী হলো শিল্প শহর, এখানে বিগত সময়ে নারী উদ্যোক্তাদের ছোট্ট পরিসরে মেলা বসেছিল। নারীরা বিভিন্ন প্রতিকূলতার মাঝে মেলায় এসে পণ্য বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন।
অন্তবর্তী সরকার যেন নারী উদ্যোক্তাদের পাশে দাড়িয়ে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেন এ আশা প্রকাশ করেন মেলায় অঙ্গশগ্রহণকারীরা। এছাড়া ভোক্তারা অনলাইনে নারীদের কাছ থেকে নিয়মিত পণ্য কেনায় এগিয়ে আসলে তাদের কাজে আরো গতিশীলতা আসবে বলে মনে করেন সুধী সমাজ।
শাওন খন্দকার শাহিন, নরসিংদী