১৪/০৬/২০২৫, ১৭:২৩ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:২৩ অপরাহ্ণ

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার

গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের হামলায় এ নিয়ে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ হাজার।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৯ জনের লাশ উদ্ধার করেছেন। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দীর্ঘ ১৫ মাস পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ধ্বংসস্তূপের নিচে থেকে লাশ উদ্ধার অব্যাহত রয়েছে। এতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে।

উল্লেখ্য, গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।

এনএ/

দেখুন: প্রাণ বাঁচাতে জান্তা বাহিনীর আরও ৬৩ জন আশ্রয় নিলো বাংলাদেশে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন