২০২৫ সালের আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের শারজায় স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ রাতে। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৯টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।
আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়ের হার বেশ সন্তোষজনক। এই দলটির বিপক্ষে খেলা বিগত তিন ম্যাচই জিতেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আজ শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টি২০ লিটনের নেতৃত্বে ম্যাচে জয়ের ধারাবাহিকতা রাখতে চাইবে টাইগাররা।
প্রথম ম্যাচেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চান অধিনায়ক লিটন কুমার দাস। ওপেনিংয়ে নিজেই ব্যাট হাতে ইনিংস শুরু করবেন লিটন। তার সঙ্গে ইনিংসের সূচনা করতে পারেন তরুণ বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। ওয়ানডাউনে খেলবেন নাজমুল হোসেন শান্ত।
চতুর্থ স্থানে থাকবেন তাওহিদ হৃদয়। পঞ্চম পজিশনে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। ফিনিশারের ভূমিকায় থাকবেন জাকের আলী অনিক। এছাড়া ব্যাটিং লাইনআপে থাকতে পারেন সৌম্য সরকার ও তরুণ পেস অলরাউন্ডার তানজিম হাসান।
আমিরাতের কন্ডিশনে বেশি পেসার না খেলিয়ে স্পিন-ভিত্তিক বোলিং আক্রমণের দিকেই ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট। তিন পেসার খেললে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে তানজিম সাকিব এবং শরিফুল ইসলাম বা নাহিদ রানার একজনকে। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে থাকবেন অফস্পিনার শেখ মেহেদী হাসান। যদি দুজন পেসার খেলে, তাহলে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম জায়গা পেতে পারেন একাদশে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশে জায়গা পাচ্ছেন- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
