সংযুক্ত আরব আমিরাতে আবারো দুইমাসের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর।
তবে দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেনডিটি সিটিজেনশিফ মন্ত্রনালয় আবারো এক ঘোষণার মধ্য দিয়ে, সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে।
সাধারণ ক্ষমা প্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এ সিদ্ধান্ত।
এর আগে, সরকার ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার ঘোষণা করে। সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারছেন। এই সাধারণ ক্ষমা কর্মসূচিটি ২০০৭ সাল থেকে চালু হয়।
টিএ/