সংযুক্ত আরব আমিরাতে আবারো দুইমাসের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেন্টিটি সিটিজেনশিপ মন্ত্রণালয় নতুন এ ঘোষণা দেয়।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর। তবে দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেনডিটি সিটিজেনশিফ মন্ত্রনালয় আবারো এক ঘোষণার মধ্য দিয়ে, সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। সাধারণ ক্ষমা প্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এ সিদ্ধান্ত।
তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ৩১ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, তারা এবার নির্বিঘ্নে এ সুযোগটি গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কর্মকর্তারা বলেন, ‘৩০ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় সেবা নিয়েছেন ৫৫ হাজার ২১৬ জন অভিবাসী। এ সময় প্রবাসীরা ই-পাসপোর্ট গ্রহণ করেছেন ৪১ হাজার ৭০৭, মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন ৬ হাজার ১০০, হাতে লিখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছেন ৩ হাজার ৩০৭টি। সর্বমোট ৫১ হাজার ১৪৪ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন।’
এনএ/