২০/০৭/২০২৫, ১২:২৮ অপরাহ্ণ
28.6 C
Dhaka
২০/০৭/২০২৫, ১২:২৮ অপরাহ্ণ

আরব আমিরাতে দুইমাসের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি

সংযুক্ত আরব আমিরাতে আবারো দুইমাসের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেন্টিটি সিটিজেনশিপ মন্ত্রণালয় নতুন এ ঘোষণা দেয়। 

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর। তবে দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেনডিটি সিটিজেনশিফ মন্ত্রনালয় আবারো এক ঘোষণার মধ্য দিয়ে, সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। সাধারণ ক্ষমা প্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এ সিদ্ধান্ত।

তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ৩১ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, তারা এবার নির্বিঘ্নে এ সুযোগটি গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কর্মকর্তারা বলেন, ‘৩০ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় সেবা নিয়েছেন ৫৫ হাজার ২১৬ জন অভিবাসী। এ সময় প্রবাসীরা ই-পাসপোর্ট গ্রহণ করেছেন ৪১ হাজার ৭০৭, মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন ৬ হাজার ১০০, হাতে লিখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছেন ৩ হাজার ৩০৭টি। সর্বমোট ৫১ হাজার ১৪৪ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন।’  

এনএ/

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন