লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার ভিলা গেসেলে ধসে পড়েছে একটি ১০ তলা হোটেল। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হোটেলটির ধ্বংসস্তূপের নিচে অন্তত ৯ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই হোটেলটি ধসে পড়ে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ফায়ার ফাইটার, প্যারামেডিক এবং পুলিশ কাজ করছে।
হোটেল ধসের ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। তবে কীভাবে তিনি মারা গেলেন তা এখনও স্পষ্ট নয়।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১৯৮৬ সালে হোটেলটি চালু হয়েছিল। অর্থাৎ এটি বেশ পুরোনো একটি হোটেল। আর এ কারণে হোটেলটির ভেতর সংস্কার কাজ চালানো হচ্ছিল। কিন্তু সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও এটি আবারও চালু করার চেষ্টার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
এনএ/