১৪/০৬/২০২৫, ১৬:৫৮ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:৫৮ অপরাহ্ণ

আর্জেন্টিনা-চিলিতে শক্তিশালী ভূমিকম্পের পর ধেয়ে আসছে সুনামি, সতর্কতা জারি

আর্জেন্টিনা ও চিলিতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এবার চিলির উপকূলীয় অঞ্চলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) ভয়াবহ এই ভূমিকম্পের পর চিলির দক্ষিণাঞ্চলের মেগালেনেস অঞ্চলে বিপর্যয় প্রতিরোধ সংস্থা (অফিসিনা ন্যাসিওনাল ডে এমারজেন্সিয়া) স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ক্যাপ হর্ন ও অ্যান্টার্টিকার মধ্যবর্তী ড্রেক প্যাসেজ এলাকায় এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভূ-পৃষ্ঠের এত কাছাকাছি ভূমিকম্প হওয়ায় এর প্রভাব ছিল অনেক বেশি। এরপরই চিলির বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনগ্রাফিক সার্ভিস (এসএইচওএ) জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে চিলির সর্বদক্ষিণের শহরগুলো এবং অ্যান্টার্টিকার কয়েকটি বেসে সুনামির ঢেউ আঘাত হানতে পারে। ফলে উপকূলবর্তী অঞ্চলে অবস্থানরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, মেগালেনেসে সুনামির সতর্কতামূলক সাইরেন বাজছে এবং মানুষজন শান্তভাবে এলাকা ত্যাগ করছেন।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, “মেগালেনেস অঞ্চলের পুরো উপকূল থেকে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের কর্তব্য হলো প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মানা। সম্ভাব্য সুনামির জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

চিলির অ্যান্টার্টিক ইনস্টিটিউট জানায়, সুনামি সতর্কতার কারণে অ্যান্টার্টিকার তাদের সব ঘাঁটি খালি করা হয়েছে এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সুনামি সতর্কতা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা এনওএএ জানায়, অ্যান্টার্টিকায় ০.৩ মিটার এবং চিলির মূল ভূখণ্ডে ১ থেকে ৩ মিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে। যদিও ঢেউয়ের উচ্চতা তুলনামূলকভাবে কম বলে মনে হলেও, উপকূলবর্তী অঞ্চলের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি মোকাবেলায় চিলির সরকার ও উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি পরিষেবা এবং সশস্ত্র বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে সম্ভাব্য সুনামি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

পড়ুন: আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দেখুন: আর্জেন্টিনার ম্যাচে ১৮ হলুদ কার্ড! রেফারিকে কঠিন শাস্তি দিলো ফিফা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন