০৯/০৭/২০২৫, ০:১০ পূর্বাহ্ণ
25 C
Dhaka
০৯/০৭/২০২৫, ০:১০ পূর্বাহ্ণ

বরগুনায় আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে ৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় বরগুনা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২ লাখ টাকা করে ৩ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। এর আগে নিহত ৭ পরিবারের মাঝে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে দলটি।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও বরগুনা জেলা শাখার আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন, জেলা শাখার নায়েবী আমির এস এম আফজালুর রহমান ও সেক্রেটারী আসাদুজ্জামান আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বরগুনা সদর উপজেলা শাখার আমির মাওলানা নুরুল আমিন। 

জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন নিহত পরিবারের স্বজনদের হাতে টাকা উত্তোলন করে দেন। এ সময় তিনি আবু সাঈদকে স্মরণ করে বলেন, শুধু আবু সাঈদ নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে সবার কাছে আমরা ঋণী। এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। নানা ষড়যন্ত্র মোকাবেলায় একত্রিত হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের বরগুনা জেলা শাখার সভাপতি সুমন আব্দুল্লাহ, দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, এ্যাড. মনিরুল ইসলাম, তালতলী উপজেলা শাখার আমির শাহ জালাল প্যাদা, বরগুনা পৌর শাখার আমির মাওলানা আব্দুল জলিল প্রমুখ।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরগুনাতে ১০ জন নিহত হয়েছেন।

দেখুন: পাবনায় ভোক্তা অধিদপ্তরের অভিযান ও আর্থিক জরিমানা | Nagorik TV

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন