দেশের রাজপথে আর রক্ত না ঝরুক। আর যেনো কোনো তাজা প্রাণ না ঝরে। নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেশের সিনিয়র ক্রিকেটাররা। তারা চান, সবকিছুর যৌক্তিক সমাধান হোক।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশ এখন উত্তাল। প্রতিদিন সেই পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করছে। বন্ধ হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সহিংসতায় নিহত বেশকজন।
দেশের এই পরিস্থিতি নিয়ে এতদিন সিনিয়র ক্রিকেটাররা নীরব ছিলেন। অবশেষে নীরবতা ভেঙেছেন তামিম, মাহমুদুল্লাহ ও শান্তরা। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠছে তামিমের।
সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লেখেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য।
অধিনায়ক শান্ত লেখেন, শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। সংঘাত বন্ধের পাশাপাশি যৌক্তিক সমাধান চেয়েছেন লিটন দাসও।
আরেক ওপেনার সৌম্য তার পোস্টে লিখেছেন, কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার।