২০২৫ আলিম পরিক্ষা সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জয়পুরহাট-১ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক।
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন। বক্তব্য রাখেন হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম, কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সরকারসহ আরও অনেকে।
প্রফেসর নুরুল হক বলেন, বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন আমরা স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে চাই। শিক্ষার্থীরা যা লিখবে, শিক্ষকরা কেবল সেটাই মূল্যায়ন করবেন। অতিরিক্ত বা কম নম্বর দেওয়ার সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং গুণগতমানসম্পন্ন শিক্ষার্থী তৈরি করা।
সভায় অংশগ্রহণকারী অধ্যক্ষ ও সুপারগণ নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত শতাধিক
দেখুন: নোয়াখালী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা
ইম/


