24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

আলোকচ্ছটায় ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা, নেত্রকোনায় খনার মেলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আংগাউরা গ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী খনার মেলা।

রবিবার (১৩ এপ্রিল) ভোরে মঙ্গলঘর প্রাঙ্গণে আয়োজনটি শুরু হয়। পহেলা বৈশাখের সূর্যোদয়ের পর মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। গ্রামীণ কৃষি, জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবেজড়িত খনার বচনকে কেন্দ্র করে আয়োজিত এই মেলাটি ইতোমধ্যেই এক মহাসংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

মেলাটির আয়োজন করেছে, স্থানীয় গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কমিউনিকেশন প্রতিষ্ঠান ‘কুল এক্সপোন্জার’। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে লোকসংগীতের ছন্দে ছড়িয়ে পড়েছে খনার বচনের ঐতিহ্য ও প্রজ্ঞার আলো।

মেলায় অংশ নিয়েছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী, কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী ও সাংবাদিকরা। তাদের অংশগ্রহণে এই আয়োজনটি যেন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলার প্রধান উদ্যোক্তা গড়াডোবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুন নূর চৌধুরী লিপন। তিনি জানান, “প্রাচীন কৃষিভিত্তিক জ্ঞান ও গ্রামীণ সংস্কৃতির ধারক খনার বচন আজকের প্রজন্মের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।”

স্থানীয়দের মতে, এই মেলা কেবল আনন্দ ও উৎসবের উপলক্ষ নয়। বরং একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান, সংস্কৃতি ও মূল্যবোধ হস্তান্তরের চমৎকার এক মাধ্যম।

সংস্কৃতিময় এ আয়োজনে প্রাণ ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্য, জেগে উঠেছে গ্রামীণ সংস্কৃতির গৌরবময় ইতিহাস।

পড়ুন : নেত্রকোনায় ৪ ইউনিয়ন চেয়ারম্যান অপসারিত, নতুন প্রশাসক নিয়োগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন