23 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

আলোচনা সন্তোষজনক হয়েছে: শিক্ষক নেতা নিজামুল হক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সন্তোষজনক আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। 

আজ শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি শেষ হয় দুপুর ১টায়।

ড. মো. নিজামুল হক বলেন, ‘আমাদের তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সাথে কথা বলবো।’ 

তিনি আরও বলেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের সাথে কথা বলে, শিক্ষক সমিতির সাথে কথা বলে, সভা করে আমরা সিদ্ধান্ত নেবো। 

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেন আলোচনা করলেন এই প্রশ্নের জবাবে নিজামুল হক বলেছেন, ‘আওয়ামী সাধারণ সম্পাদকের পাশাপাশি ওবায়দুল কাদের সরকারের মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আমাদের নিয়ে বসেছেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন