13.5 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

আশা-নিরাশা-হতাশা নিয়ে অন্তর্বর্তী সরকারের একমাস

এক মাস বয়স হলো অন্তর্বর্তী সরকারের। তারা যখন ক্ষমতায় এসেছে তখন দীর্ঘ স্বৈরশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা ভেঙে পড়েছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লুণ্ঠনে অর্থনীতিও বিপর্যস্ত। তাদের স্বাগত জানিয়েছে মানুষ, নতুন আশা জেগেছে তাদের বেশ কিছু উদ্যোগে। আর কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও জেগেছে।

কতৃত্ববাদী দীর্ঘ অপশাসনকে হটিয়ে ছাত্র-জনতার বিপুল আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। ক্ষমতার পালাবদলের এক মাস শেষ হচ্ছে আজ। বিপুল প্রত্যাশার বিপরীতে তাদের অর্জনইবা কি? সাধারণ মানুষই বা কি ভাবছে?

ব্যাংকগুলোকে ঋণখেলাপি ও লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীর দখল মুক্ত করা, দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনসহ বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের দিকে আগালেও এইচএসসি পারীক্ষা বাতিল, চাদাবাজি বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ আরও বেশকিছু ক্ষেত্রে কাজ করার সুযোগ ছিলো বলেও মনে করেন অনেকে।

মানুষের এই বিপুল প্রত্যাশা পূরণে কতটা সক্ষম এই সরকার, সে বিষয়ে মন্তব্য করার জন্য এক মাস খুবই কম সময় বলেও মনে করেন সাধারন মানুষ। তবে তাদের প্রত্যাশা যে চাওয়ার বিপরীতে এই সরকার ক্ষমতায় এসেছে তা পূরণে সচেষ্ট হবে তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন