আষাঢ়ের প্রথম দিন উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষাকে বরণ করা হয়েছে পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করে।
বাংলা একাডেমির নজরুল মঞ্চে আজ রবিবার (১৫ জুন) সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত। নাচ, গান, আবৃত্তি ও বর্ষাকথনের মাধ্যমে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসবের প্রতিপাদ্য ছিল—“দেখো পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে”—যা প্রকৃতির প্রতি সহিংস আচরণের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানায়।
উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, এই উৎসবের মূল উদ্দেশ্য পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। তার মতে, উন্নয়নের নামে গাছ কাটা, বন উজাড় এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে। তিনি মনে করেন, উন্নয়ন শুধু অট্টালিকা বা ইট-পাথরের কাঠামো নয়—মানুষ ও প্রকৃতির সহাবস্থানই সত্যিকার উন্নয়ন।
এনএ/