29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: উপদেষ্টা আসিফ

সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও নারী হয়রানির ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত একটি আলোচনা সভায় এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,

‘এ ধরনের ঘটনায় অভিযুক্তদের বিচার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। যে কোনো নারী হয়রানির ঘটনা সরকার কোনোভাবেই ছাড় দেবে না।’ তিনি আরও বলেন, ‘ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণি নারীদের হয়রানি করার চেষ্টা করছে, তবে ধর্ম এসব কাজের সমর্থক নয়।’

তিনি বলেন, সরকার নারীদের প্রতি সহিংসতা বন্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আইনের আওতায় এনে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সমাজের এই ধরণের অনাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি নারীদের সম্মান ও অধিকার রক্ষার জন্য আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সারা দেশের এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এসব প্রকল্প নারীদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং তাদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তুলছে। এছাড়াও নারী দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণির নারীদের উৎসাহিত করতে তাদের জন্য পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে তোলে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার নারী উন্নয়ন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে তা আরও ত্বরান্বিত করা হবে।

নারী দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নারী অধিকার এবং সমতার বিষয়ে আরও আলোচনা করেন এবং সমাজে নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

পড়ুন: ভারতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি পর্যটক

দেখুন: ২০২২ সালে ধ*র্ষ*ণের শিকার প্রায় সাড়ে ৪ হাজার নারী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন