২১/০৬/২০২৫, ২২:৩৯ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:৩৯ অপরাহ্ণ

আ.লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে এনসিপির সমাবেশ চলছে

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২ মে) বিকেল ৩টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

সরেজমিন দেখা যায়, ঢাকার বিভিন্ন জোনের এবং ঢাকার বাইরের জেলা থেকে দলটির কেন্দ্রীয় নেতারা খণ্ড খণ্ড মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশে আসছেন। অনেকের হাতে প্লাকার্ড পোস্টার দেখা গেছে।

মঞ্চে উপস্থিত হয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও টিকে থাকার’ অভিযোগে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট ‘ছাত্র-জনতার রায়ে’ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার চলে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামতে দেয়া হবে না।

তারা আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দেশের মৌলিক সংস্কারের পরই কেবল জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।

পড়ুন : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ শুক্রবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন