লাহোরে ইংল্যান্ডের বোলারদের কোনো পাত্তাই দিলেন না ইব্রাহিম জাদরান। ওপেনিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত ঘোরালেন ছড়ি। মাঝপথে ইংলিশদের নাস্তানাবুদের উৎসবে তাকে সঙ্গ দেন হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। তিন জনই ফিফটির সুযোগ হাতছাড়া করলেও দেড়শোর্ধ্ব ইনিংস খেলেন ইব্রাহিম।
চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে বুধবার (২৬ ফেব্রুয়ারি) নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। আইসিসির কোনো ইভেন্টে এটি তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। দলকে রেকর্ড সংগ্রহ এনে দেয়ার পথে একাই ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম।
ইংলিশদের পক্ষে ৬৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন জফরা আর্চার। ৫ ওভার বল করে ২৮ রান খরচায় ২ উইকেট নেন লিয়াম লিভিংস্টোন।
