পাকিস্তানের করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ড হারলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হেরে ইংলিশদের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এখন আর পাওয়ার কিছু নেই।
অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য দক্ষিণ আফ্রিকার জয় দরকার। যদি এই ম্যাচে ইংল্যান্ড হারে তাহলে দুই গ্রুপ মিলিয়ে তালিকার ছয়ে থাকবে বাংলাদেশ, সাতে পাকিস্তান ও সবশেষ অর্থাৎ আটে থাকবে ইংল্যান্ড।

ইংল্যান্ড হারলেই ৪ কোটি টাকা পাবে বাংলাদেশ
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি অনুযায়ী ৭ম ও ৮ম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৯ লাখেরও বেশি। এছাড়াও টুর্নামেন্টে অংশ্রগহণের জন্য প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদায় ১ কোটি ৫১ লাখেরও কিছু বেশি। অর্থাৎ ইতিমধ্যে টাইগারদের কোষাগারে ঢুকেছে ৩ কোটিরও বেশি টাকা। আজ ইংলিশরা যদি প্রোটিয়াদের কাছে হেরে যায় তবে তাদের ফিরতে হবে শূন্য পয়েন্ট নিয়ে।

স্বাগতিক পাকিস্তানের সঙ্গে শেষ ম্যাচটি ভেসে যাওয়াতে এক পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের খাতায়। এতে করে পুরো টুর্নামেন্ট মিলিয়ে টাইগাররা আছে সাতে। আজ জশ বাটলাররা হেরে গেলে এক ধাপ এগিয়ে বাংলাদেশ হবে ষষ্ঠ। তখন প্রাইজমানি হিসেবে লাল সবুজের প্রতিনিধিরা পাবে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে কোষাগারে প্রায় ৩ কোটি টাকা বেশি ঢুকবে। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও টাকার অঙ্ক চিন্তা করে আজ নাজমুল হোসেন শান্তরা ইংলিশদের হার চাইতেই পারেন।
দেখুন: ছাত্রদের নতুন দল, সাথে জামায়াত, বিএনপির অবস্থান পরিষ্কার নয়