বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন আন্তর্জাতিক অনুদানের খাত নিয়ে একের পর বিষ্ফোরক মন্তব্য করছেন তিনি। তার প্রতিক্রিয়ার ঢেউ ছড়াচ্ছে বিশ্বজুড়ে।
ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ ডিওজিই ১৫ ফেব্রুয়ারি জানিয়েছিল বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া একটি প্রকল্পে ২ কোটি ৯০ লাখ ডলার বাতিল হয়।
এর পর ট্রাম্প জানিয়েছিলেন, এমন এক সংস্থা এই ডলার পেয়েছে, যে সংস্থার নাম আগে কেউ শোনেনি । সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলে উল্লেখ করেছেন তিনি।
আজ এনিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে।
একই অনুষ্ঠানে ভারতকে দেওয়া অনুদানের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ভারতকে দেওয়া হয়েছে ২১ মিলিয়ন ডলার।

ইউএসএইড ভারতে নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
ওই অর্থায়ন করেছিল অভিযোগে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ইউএসএইডকে ভারতে সৎ বিশ্বাসে অনুমতি দেওয়া হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় কমাতে ইউএসএইড ইলন মাস্কের কাজে বেজায় খুশি ট্রাম্প। তবে তাঁকে আরও আক্রমণাত্মক হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
পড়ুন:বিবিসিকে ৩ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা করল ভারত
দেখুন :যে কারণে আজহারীকে ভয় পায় ভারত!
ইম/