23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থেকে ‍পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লন্ডন সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে আশ্বাস দেন তিনি।

শনিবার (১ মার্চ) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে স্টারমার জানান, তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে স্থায়ী শান্তির পথ খুঁজে পেতেও চেষ্টা করছেন । এদিকে, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান জেলেনস্কি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জেলেনস্কিকে উদ্দেশ্য বলেন, যুক্তরাজ্য জুড়ে তার পূর্ণ সমর্থন রয়েছে। যতদিন সময় লাগবে আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে আছি।

স্টারমার আরও বলেন, আপনাকে স্বাগত জানাতে যুক্তরাজ্যে অসংখ্য মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল। এর মাধ্যমেই বোঝা যায় যে যুক্তরাজ্যের জনগণ আপনাকে কতটা সমর্থন করে।

ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাজ্য

অন্যদিকে, জেলেনস্কি যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি খুবই খুশি যে ব্রিটেনের রাজা আমার সঙ্গে সাক্ষাৎ করবেন ও আপনি (স্টারমার) এত দুর্দান্ত একটি শীর্ষ সম্মেলন আয়োজন করেছেন। ইউক্রেন এমন অংশীদার পেয়ে গর্বিত।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্টের বাকবিতণ্ডায় উদ্বেগ ছড়িয়েছে পুরো পশ্চিমা বিশ্বে। ইউক্রেনের প্রতি সমর্থন রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে কানাডা আর অস্ট্রেলিয়াও।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের এমন বিপরীত অবস্থানে জেলেনস্কি কতটুকু সুবিধা করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

দেখুন: ট্রাম্প কি বে/কু/ব নাকি ভয়ংকর ব/দ/মা/শ? বিশ্লেষকদের বি*স্ফো*রক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন