২০/০৭/২০২৫, ৬:০৭ পূর্বাহ্ণ
27.3 C
Dhaka
২০/০৭/২০২৫, ৬:০৭ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৮, আহত ৩৭

ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। এসব হামলায় এখন পর্যন্ত রয়টার্সের সাংবাদিকসহ ১৮ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে।

৯১৩ দিনে গড়িয়েছে ইউক্রেই রাশিয়া যুদ্ধ। এর মধ্যে রবিবার রাতে বিমান হামলা চালায় রাশিয়া। এতে রয়টার্সের নিরাত্তা উপদেষ্টা রায়ান ইভানস সহ নিহত হয়েছেন ১৮ জন।

অন্যদিকে ইউক্রেনের হামলায়ও ৬ জন রাশিয়ান নাগরিক নিহত হওয়ার দাবি করেছে মস্কো। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বেশিরভাগ রুশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে পৌঁছায়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। আড়াই বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে এখন পর্যন্ত উভয় দেশের ভূখণ্ডে কয়েক হাজার বেসামরিক নিহত হয়েছেন।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন