রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ৩৭ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন।
গত শনিবার (২৯ মার্চ) রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলার ঘটনা ঘটে। একই রাতে সুমি, ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন হামলায় একটি সামরিক হাসপাতালসহ আরও কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
খারকিভের মেয়র ইহর তেরেখভ জানান, আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে এবং হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও যুদ্ধ শরণার্থীদের একটি আবাসিকস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা ৬৫টি ড্রোন ভূপাতিত এবং ৩৫টি ড্রোনের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। খারকিভ ছাড়াও সুমি, ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে শনিবার রাতভর এই হামলা চালানো হয়।
এনএ/