ইউরো কাপে স্লোভিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে বেলজিয়াম। অন্য ম্যাচে ইউক্রেনকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রোমানিয়া। আর অস্টিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স।
ম্যাচের ৭ মিনিটের মাথায় গোল খাওয়ার পর পুরো ৯০ মিনিটেও গোলে শোধ করতে ব্যর্থ হয় রোমেলু লুকাকুরা। পরে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফিফা র্যাংকিয়ের তিন নাম্বার দলটির।
আর ইউক্রেনকে পাত্তাই দেয়নি রোমানিয়া। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে রোমানিয়া দিয়েছে আরো দুই গোল।
অন্যদিকে ইউরোতে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে ফ্রান্সকে। আসরের হট ফেভারিটদের শুধু মাঠে পরীক্ষায় ফেলেনি অস্ট্রিয়া, এমবাপেকে হারানোর ভয়ও পাইয়ে দিয়েছিল এক পর্যায়ে।
তবে কঠিন লড়াই করেও নিজেদের ভুলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রিয়াকে। ডুসেলডর্ফে সোমবার রাতে ঘটনাবহুল ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে দিদিয়ে দেশামের দল।