দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায়, এবার সেমিফাইনালের লড়াই শুরুর অপেক্ষা। ইউরো চ্যাম্পিয়নশিপে আগামীকাল রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্সের সামনে স্পেন। আর কোপা আমেরিকায় বুধবার সকাল ৬টায়, কানাডার প্রতিপক্ষ আর্জেন্টিনা। দুই আসরে, অন্য দুটি সেমিফাইনালের জন্য প্রস্তুত, আরও চারটি দল।
২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর আর পেছনে ফিরে তাকায়নি আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ শিরোপা জিতেছে তারা। এবার সুযোগ কোপার টানা দ্বিতীয় শিরোপা জয়ের।
ফাইনালে যাওয়ার পথে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। যারা প্রথমবার কোপা খেলতে এসেই, চমক দেখিয়ে সেমিফাইনালে। মেসিকে আটকে রাখার হুমকি দিয়েছেন দেশটির কোচ জেসে মার্চ। তার চোখে, মেসিকে আটকানোর এটাই সেরা সুযোগ।
এদিকে, ইউরোতে দুর্দান্ত স্পেন। গ্রুপ পর্বে ইতালি-ক্রোয়েশিয়া আর নকআউটে তারা হারিয়েছে জর্জিয়া ও জার্মানিকে। এবার তাদের সামনে শক্তিশালী ফ্রান্স।
সেমিফাইনালে উঠলেও, এখন পর্যন্ত মন ভরাতে পারেনি ফরাসিরা। ওপেন প্লেতে কোনো গোলই নেই তাদের। নাকের চোটের কারণে মাস্ক পরে খেলা কিলিয়ান এমবাপ্পেকেও দেখা যায়নি সেরা ছন্দে। তবে বড় ম্যাচে ফ্রান্স বরাবরই ভিন্ন দল।
ইউরোর দ্বিতীয় সেমিফাইনাল বুধবার রাত ১টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। আর কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার সকাল ৬টায় কলম্বিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে।