19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

ইউরো : ফরাসি সৌরভ নাকি স্প্যানিশ মূর্ছনা

ইউরো কাপের প্রথম সেমিফাইনালটি মতাদর্শের লড়াই। ফ্রান্স মূলত নিরাপত্তাই প্রথম বা সেফটি ফাস্ট পদ্ধতিতে বিশ্বাসী। বিপরীতে স্পেনের নীতি জয় আর উল্লাস। 

হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (৯ জুলাই) রাত ১টায়।

কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমির টিকিট কাটে স্প্যানশিরা। অন্যদিকে পর্তুগালকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে স্পেনের সঙ্গী হয় ফ্রান্স।

এবারের ইউরোতে দুর্দান্ত ফুটবল খেলছে স্পেন। অন্যদিকে সেমিফাইনালে উঠলেও এখন পর্যন্ত মন ভরাতে পারেনি ফ্রান্সের ফুটবল। এখন পর্যন্ত ওপেন প্লেতে কোনো গোলই করতে পারেনি তারা।

এখন পর্যন্ত ৩৬ বারের মুখোমুখিতে স্পেন ১৬টি ও ফ্রান্স ১৩টি জয় পেয়েছে, ড্র হয়েছে বাকি ৭টি। বড় আসরে এটা হবে দুই দলের ষষ্ঠ লড়াই। প্রথম চারটির মধ্যে তিনটিই জিতে নেয় ফ্রান্স (১৯৮৪ ইউরোর ফাইনালে ২-০-তে, ২০০০ ইউরোর শেষ আটে ২-১-এ ও ২০০৬ বিশ্বকাপের শেষ আটে ৩-১-এ)। সর্বশেষ ২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে জিতেছে স্পেন। ১৯৯৬ ইউরোর গ্রুপ পর্বে দুই দলের লড়াইটা ড্র হয় ১-১ গোলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন