০৮/০৭/২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ

ইঞ্জিন সংকটে ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

নারায়ণগঞ্জে প্রতিদিন লাখো মানুষের ভরসা যে ট্রেন, হঠাৎ করেই তার চেনা হুইসেল থেমে গেছে। ইঞ্জিন সংকটের জেরে বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আকস্মিকভাবে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। সকাল ১০টায় শেষ ট্রেনটি চলাচল করার পর দিনের বাকি সময়ের জন্য বাতিল হয়েছে সব সার্ভিস। এই অপ্রত্যাশিত ঘোষণায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী, যাদের দৈনন্দিন যাতায়াত নির্ভর করে এই রেলপথে। কর্মস্থল বা গন্তব্যে পৌঁছাতে এখন তাদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া, পোহাতে হচ্ছে দীর্ঘ যানজট।

বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার শামসু মুহাম্মদ খাজা সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “আজ সকাল ১০টায় সর্বশেষ ট্রেন চলাচল করেছে। এরপর হেড অফিস থেকে আমাকে জানানো হয়েছে যে, আজকে আর ট্রেন চলাচল করবে না ঢাকা-নারায়ণগঞ্জ রুটে। আগামীকাল যথা নিয়মে গাড়ি চলাচল করবে।” এই আকস্মিক সিদ্ধান্তে প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন।

ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে সড়ক পথে বাস বা অন্যান্য গণপরিবহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে একদিকে যেমন তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, তেমনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যানবাহনের চাপ বাড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। এমনিতেই এই রুটে কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলার কারণে গাড়ির গতি ধীর, তার ওপর ট্রেনের যাত্রীদের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারার দুশ্চিন্তা স্পষ্ট তাদের চোখে-মুখে।

সকাল থেকে যারা ট্রেনের অপেক্ষায় স্টেশনে ছিলেন, হঠাৎ ট্রেন চলাচল বন্ধের ঘোষণায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষের উচিত ছিল আরও আগে যাত্রীদের অবহিত করা, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারতেন। আবহাওয়াকালীন সংকট এবং পরিবহন সংকটে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকে জরুরি প্রয়োজনে ঢাকা যাচ্ছিলেন বা নারায়ণগঞ্জ আসছিলেন, তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।

রেল কর্তৃপক্ষ আশা করছে, আগামীকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পড়ুন: নারায়ণগঞ্জে চাল ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন

দেখুন: ঢাকা, না.গঞ্জ, গাজীপুরে ৪২টি ঝুঁ*কিপূর্ণ ভবন ভাঙার সুপারিশ

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন