১৮/০৬/২০২৫, ২৩:২৬ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:২৬ অপরাহ্ণ

ইটভাটার গ্যাসে ফসল নষ্ট, জয়পুরহাটে ক্ষতিপূরণ পেলেন ৯৫ কৃষক

জয়পুরহাটে ইটভাটার নির্গত গ্যাসে বোরো ধান, কলা ও ভুট্টাসহ বিভিন্ন ফসল পুড়ে নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত ৯৫ জন কৃষকের মাঝে ৮ লাখ ৫১ হাজার ৮৭০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এসব অর্থ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার পুরানাপৈল এলাকার আরএনবি নামের একটি ইটভাটার গ্যাসে ৯১ বিঘা জমির ফসল পুড়ে যায়। বারবার একই ঘটনার শিকার হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল ক্ষতিগ্রস্ত কৃষকেরা হিলি-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। এরপর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা ফসলের মাঠ পরিদর্শন করেন এবং জমির পরিমাণ ও ফসলের প্রকৃতি অনুযায়ী ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করেন।

ক্ষতিপূরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, পুরানাপৈল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরমান আলী হিরো, স্থানীয় সাংবাদিক মাসুদ রানা ও মাশরেকুল আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ইটভাটা মালিকের কাছ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়াও এসব ইটভাটার পরিবেশ ছাড়পত্র রয়েছে কি-না, তা তদন্তাধীন রয়েছে।

পড়ুন : জয়পুরহাটে বিবাদ মিমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন