১৯/০৭/২০২৫, ২:৪৫ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৪৫ পূর্বাহ্ণ

ইতালিতে কর্তব্যের বেদীতেই জীবনের শেষ দিন হলো কার্লো লেগ্রোটালিয়ের

দক্ষিণ ইতালির ফ্রাঙ্কাভিলা ফন্টানায় (Francavilla Fontana) এক হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ পুরো ইতালি। একজন অভিজ্ঞ ক্যারাবিনিয়েরে ব্রিগেডিয়ার, যিনি তাঁর দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনের শেষ দিনে দায়িত্ব পালন করছিলেন, দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন।

বীর: কার্লো লেগ্রোটালিয়ে প্রয়াত এই বীর অফিসারের নাম কার্লো লেগ্রোটালিয়ে, বয়স ৫৯ বছর। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার এই অকল্পনীয় আত্মত্যাগে গভীরভাবে শোকাহত ইতালীর নাগরিক । ইতালীর সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা তিনি তার স্ত্রী এবং দুই কন্যাকে রেখে গেছেন।

সেই কালো দিনটির ঘটনা : গতকাল ব্রিন্দিসি প্রদেশের ফ্রাঙ্কাভিলা ফন্টানায় একটি রুটিন টহল চলাকালীন দুই কুখ্যাত দুষ্কৃতীকে আটকের চেষ্টা করেন ব্রিগেডিয়ার লেগ্রোটালিয়ে ও তার সহকর্মী। কিন্তু দুষ্কৃতীরা অতর্কিতে গুলি চালালে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই ঘটনার পর পুলিশ, ক্যারাবিনিয়েরী ও ফিনান্স পুলিশের সমন্বয়ে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি অভিযান চালানো হয়। আজ সকালে সেই অভিযানে দুষ্কৃতীদের সাথে পুনরায় বন্দুকযুদ্ধে একজন দুষ্কৃতী নিহত হয়েছে।

জাতির শ্রদ্ধা : তার এই আত্মত্যাগ ইতালি কখনো ভুলবে না। দেশের সুরক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করা এই মহান বীরের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা প্রয়াত কার্লো লেগ্রোটালিয়ের শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির সরকার প্রধান জর্জা মেলনি।

পড়ুন : ইতালিতে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, হতে পারে জরিমানা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন