39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

ইতালিতে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, হতে পারে জরিমানা

ইতালির রাজধানী মিলানে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারী) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলীয় এই শহরে যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ৪০ থেকে ২৪০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার টাকা। তবে এমন কঠোর বিধান শহরের সকল বাসিন্দা ভালোভাবে মেনে নিতে পারছেন না।

নতুন বিধান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কঠোর আইন কার্যকর হয়েছে। রাস্তাসহ সমস্ত পাবলিক স্পেসে এই আইন প্রযোজ্য হবে তবে বিচ্ছিন্ন জায়গাগুলোতে যেখানে ধূমপায়ীদের কাছ থেকে অন্য লোকদের কমপক্ষে ১০ মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব সেখানে ধূমপান করা যাবে।

স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্যে হচ্ছে শহরের বাতাসের গুণমান উন্নত, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, পাবলিক স্পেসে পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষাসহ শিশুদের শ্বাসকষ্ট থেকে রক্ষা করা। 

এনএ/

আরও পড়ুন: আদালতের নির্দেশে ইতালিতে স্বস্তি মিলেছে ১০ বাংলাদেশির

দেখুন: ধূমপানের নির্ধারিত এলাকার বিধান অকার্যকর, বলছেন গবেষকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন