১৬/১১/২০২৫, ১৩:০২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১৩:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইতালীতে বাংলাদেশী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

গত দুিন আগে ইতালীর আনসিও শহরে বসবাসরত প্রবাসী নাগরিককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে প্রশাসন, মেয়র, কারাবিনিয়ারির প্রধান, গোয়েন্দার প্রধান, মিউনিসিপ্যাল প্রধান, শিক্ষক/শিক্ষিকা, ভারত, পাকিস্তানি, আফ্রিকা ও ইতালিয়ান নাগরিকসহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ইতালীর রোম শহর থেকে বেশ দূরে কমুনে দি রোমার Ardea এলাকায় Tor San Lorenzo তে ৪ বছর ধরে বসবাস করতেন। আনুমানিক সকাল ১১ টা ৫০ মিনিটের দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (পেট্রোল স্টেশন)দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে খুন হন নাহিদ ইসলাম।

উল্লেখ্য যে নাহিদ ইসলাম একজন ব্যবসায়ী। তার বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে।তার বয়স ৩৫ বছর এবং ১৮ বছর ধরে তিনি ইতালিতে বসবাস করেন।নাহিদ ইসলাম বিবাহিত এবং পরিবার নিয়ে ইতালিতে বসবাস করেন। তার দুটি সন্তান রয়েছে, ছেলের বয়স ৫ বছর এবং মেয়ের বয়স ১০ মাস চলছে। ছুরিকাঘাতের পর হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে হেলিকপ্টার আসার কিছুক্ষণ পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সমাবেশে এমন নির্মমতার ঘৃন্যা প্রকাশ করে, প্রবাসীদের নিরাপত্তা দাবি জানান। এ সময়ে মরদেশ দেশে প্রেরণ, মরহুমের পরিবারের জীবন জীবিকার নিশ্চতকরণসহ অচিরেই অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান মেয়রসহ স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

পড়ুন: হ্যাকার চক্রের কবলে ধ্বংস ইংল্যান্ড নাগরিকের ব্যবসা, ৩০ কোটি টাকা আত্মসাৎ

দেখুন: বিয়ের লোভ দেখিয়ে প্রবাসীর অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ !

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন