০৮/১১/২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালীতে বোরকা বা নেকাবে মুখ ঢেকে চলা নিষিদ্ধের প্রস্তাব

ইতালীর বর্তমান ক্ষমতাসীন দল Fratelli d’Italia (FdI) দল ‘ইসলামিক আধিপত্যবাদ’ মোকাবেলায় একটি নতুন বিল পেশ করেছে। প্রস্তাবিত আইনে স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস এবং অন্যান্য জনসমাগম স্থানে মুখ ঢেকে রাখা পোশাক, যেমন নেকাব বা বোরকা, নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

আইনটি লঙ্ঘনের জন্য ৩০০ থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া, মসজিদে অর্থায়নের স্বচ্ছতা (ফান্ড ট্র্যাকিং) এবং প্রতারণার মাধ্যমে বিবাহে প্ররোচিত করার জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। কুমারীত্ব পরীক্ষা করানো বা বাধ্য করার জন্য ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও যুক্ত করা হয়েছে, তবে স্বাস্থ্যগত কারণে চিকিৎসকদের পরীক্ষা এর ব্যতিক্রম। এ বিলটি এর আগে Lega দলের একটি অনুরূপ প্রস্তাবনার সাথে সাদৃশ্যপূর্ণ, যা নিরাপত্তা ও নারীর মর্যাদা উভয়কে গুরুত্ব দিয়েছিল। Lega এর প্রস্তাবনায় বোরকা বা নেকাব পরতে বাধ্য করার জন্য ১ থেকে ২ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ থেকে ৩০,০০০ ইউরো পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছিল।

সিনেটের সদস্য একজন ইমাম, মাসসিমো আবদাল্লাহ কোজ্জোলিনো – নিরাপত্তা রক্ষার জন্য বোরকা নিষিদ্ধের যৌক্তিকতাকে সমর্থন করলেও, এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ এ সংক্রান্ত একটি আইন ইতোমধ্যেই বিদ্যমান। তিনি ধর্মীয় পরিচয়ে আঘাত হানতে পারে এমন যেকোনো উদ্যোগের বিরোধিতা করেছেন।

ইতালিতে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করার এই প্রস্তাব দেশটির মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে?এটিই এখন ভাবনার বিষয়।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালী বিভাগ চেয়ে এবার ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন