ইতালীতে ভেনিসে ১২ বছরের বাংলাদেশী শিশু ডুবে মৃত্যু ঘটে। ভেনিসের মোলভেনো লেকে এ ঘটনাটি ঘটে।
প্রবাসী আবু বক্কর সিদ্দিক- গতকাল তিন সন্তান ও স্ত্রী কে নিয়ে অনন্দ ভ্রমণের আসেন মোলভেনো লেকে। প্যাডেল বোটিং সময়ে বোট থেকে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। প্রায় ১ ঘন্টা অনুসন্ধানের পর ফায়ার ব্রিগেড ও ডাইভাররা তাকে পানির নিচ থেকে উদ্ধার করে। জরুরী চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ট্রেন্টোর সান্তা কিয়ারা হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুটির পরিবার ভৈরবের শম্ভুপুর গ্রামের বাসিন্দা। শিশুর পিতা আবু বক্কর সিদ্দিক পরিবার সন্তান নিয়ে দীর্ঘ দিন ইতালী ভেনিসে বসবাস করছেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও শুভাকাঙ্ক্ষীরা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন এ ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেছে। সেই সাথে বাংলাদেশীদের জলাশয়,বন,পাহাড়ের ভ্রমন শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি থাকবে প্রশাষনের।এছাড়াও অভিভাবকও দায়িত্বশীল না থাকে তাহাদিগকে জবাব দিহিতার আওতায় আনা হবে।
পড়ুন: প্রবাসীদের ভোটাধিকার ফেব্রুয়ারি মাসের পূর্বে নিশ্চিত নয় : রাষ্ট্রদূত তারেক আহমেদ
এস/

