ইতালির লেগা পার্টির ইউরোপীয় সংসদ সদস্য (MEP) সিলভিয়া সারদোনে এক টিভি আলোচনায় মুসলিম তরুণীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা তোমাদের দেশে ফিরে যাও, সেখানে তো কোনো নারী গান গাইতে বা নাচতে পারে না, কোনো স্বাধীনতা বা সম্মান নেই।
তিনি আরও বলেন — “আমার স্বাধীনতা এখানে আছে, ইরাকে নয়। ইরানে যদি আমি থাকতাম, তাহলে সর্বোচ্চ হলে জেলে থাকতাম, আর খারাপ হলে আজ মৃত।
তোমাদের কমিউনিটির মেয়েরা যদি এমন স্বাধীনতার সুযোগ না পায়, তাহলে তারা কখনও বুঝবে না যে, পুরুষ থেকে আলাদা না হয়ে সমানে-সমানে মিশে থাকা সম্ভব। তোমরা মেয়েদের কখনো এই সুযোগটা দেবে না — জানতে, বুঝতে যে ভিন্নরকম জীবনও থাকতে পারে। আমি তো পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করি, একসঙ্গে চলাফেরা করি। এবার সময় এসেছে এই পৃথিবীটা দেখতে শেখার। আমরা ইসলামিক নারীদের জন্য সুইমিং পুল বানানোর জন্য ফান্ডরেইজও করব!”
উল্লেখ্য, তথ্য সিলভিয়া সারদোনে ইতালির কট্টর ডানপন্থী লেগা পার্টির একজন প্রভাবশালী মুখ। ইউরোপে ইসলামোফোবিয়া নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য তিনি বহুবার আলোচনায় এসেছেন।
মুসলিম কমিউনিটি ইতালিতে ব্যাপকভাবে এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের মন্তব্য কি নারীর স্বাধীনতার পক্ষে অবস্থান, নাকি স্পষ্টতই বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণ?
পড়ুন: ইতালীতে বিএনপি সভাপতি হিসেবে আমিনুর রহমান সালামের বিকল্প নেই
এস