১৫/০৬/২০২৫, ৯:০২ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:০২ পূর্বাহ্ণ

ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হচ্ছে ঝিনাইদহে

বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা-তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হচ্ছে ঝিনাইদহে। রং-বেরঙে সাজানো হয়েছে মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্মের কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গন। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে। উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় জমে উঠবে পুরো আয়োজন। গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে এবার ইত্যাদি হাজির হচ্ছে সীমান্ত জনপদে।


স্থানীয় বাসিন্দারা জানান, ইত্যাদি অনুষ্ঠানের জন্য আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি। অনুষ্ঠানটি শুধুই একটি শুটিং নয় এ এক ঐতিহাসিক মুহূর্ত।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ইত্যাদির সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অনুষ্ঠান চলমান থাকবে।
ধারন অনুষ্ঠানে প্রবেশের জন্য মহেশপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবেশ কার্ড বিতরণ করা হয়েছে।

পড়ুন : রাজনীতিতে জড়িয়ে হারিয়ে যাচ্ছে শিল্পীসত্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন